Friday, March 17, 2017

#শেষ_মিলন

ছল ছল আঁখি নিয়ে রাধা অপেক্ষায়

শ্যাম আসবে কবে আবার প্রেম যমুনায়।

বিরহের ভারে রাধা শীর্ণকায়,

ঘন কেশরাশী আজ বড়ই জ্বালায়।

বাঁশির আওয়াজ আজ বড়ই মলিন,

স্মৃতি পটে ভেসে ওঠে সেই সুখ দিন।

আঁখি তলে দিবারাত্রি, জেগে থাকার কালি

শ্যাম কিন্তু সে খবর বিন্দুমাত্র নাহি পায়।

ব্যাথার প্রদীপ জ্বালে বিরোহিনী রাধা,

বার্তা যায় শ্যাম কাছে রাধার শেষ দশা।

রাধা জানে, নিভলে প্রদীপ আসবে শ্যাম, 

সবই তো সময়ের ছকে বাঁধা।

শ্যামের বাঁশিতে রাই নয়ন মেলল

প্রাণমন ভরে রাধা শেষবার শুনলো।

প্রদীপের শেষ শিখা নিভল যখন, 

রাধার আঁখি দুই বুজল তখন।

শ্যামের চোখে বইলো যমুনার জল, 

ভাঙ্গলো বাঁশি, ভাঙলো হৃদয়।

শেষ হল শেষ সম্বল,

রাধাকৃষ্ণের মৃত্যুতেই মিলন।।

★★★★★★★★

Thursday, March 16, 2017

#রাস

যৌবনে পদার্পন করে রাধা
হারালো নিজের সরলতা।
গাছের আড়াল থেকে
দেখে শ্যামের শরীরে রঙ,
কাজল পড়লো রাধা, নয়নে বাঁধন।
মেঘ বরণ চুল ছড়িয়ে পিঠে,
কলস কাঁখে নিয়ে
গেল সে যমুনা তীরে।
সদ্য স্নাত সিক্ত বেশে
রাখালের বাঁশিতে ধরা দিল শেষে।
শ্যামের সুঠাম শরীরে আলিঙ্গন,
কলঙ্কিত হল রাধা দিয়ে দেহমন।
★★★★★★★★★

Wednesday, March 15, 2017

#স্বপ্নের_রঙ

স্বপ্ন দেখা, স্বপ্ন লেখা
স্বপ্ন নিয়ে বাঁচতে শেখা।
স্বপ্নের রঙ নীলচে সাদা,
স্বপ্নের কাজল পড়েছে রাধা।
স্বপ্ন সাগরে দিয়ে পারি,
রাধা চলেছে কৃষ্ণের বাড়ি।
কৃষ্ণের রঙ নীলচে কালো,
বেদনা মনে জাগায় আলো।
স্বপ্নের বর্ষা আসার অপেক্ষায়,
ময়ূর সেথা পেখম নাচায়।
স্বপ্নের বৃষ্টি মন যে মাতায়,
স্বপ্নের আকাশ রামধনু গায়ে।
রামধনু রঙ স্বপ্ন দেখায়,
নতুন করে বাঁচতে শেখায়।

★★★★★★★★★